মাঙ্কিপক্স বিশ্ব জনস্বাস্থ্যের জন্য মাঝারি ঝুঁকি : ডব্লিউএইচও

| মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

 

বিশ্বের সার্বিক জনস্বাস্থ্যের জন্য মাঙ্কিপক্স ‘মাঝারি মাত্রার ঝুঁকি’ সৃষ্টি করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বের এমন সব দেশে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হচ্ছে যেখানে সাধারণত এ রোগ দেখা যায় না। এর পরিপ্রেক্ষিতেই রোববার সংস্থাটি ওই সতর্কবার্তা দিয়েছে। খবর বিডিনিউজের।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এ রোগের ভাইরাস শিশু এবং রোগপ্রতিরোধ ক্ষমতাহীনদের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করলে জনস্বাস্থ্য বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

এক বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, গত ২৬ মে পর্যন্ত বিশ্বের ২৩ দেশে ২৫৭ জনের মাঙ্কিপঙ শনাক্ত হয়েছে। তাছাড়া আরও ১২০ জন এ রোগে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনও এ রোগে কারও মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হঠাৎ করেই বিভিন্ন দেশে এ রোগ শনাক্ত হওয়া থেকে বোঝা যায়, বেশ কিছু সময় ধরে এটি সংক্রমিত হয়ে আসছে এবং সম্প্রতি সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে নজরদারিও বেড়ে যাওয়ার কারণে সামনের দিনগুলোতে বিভিন্ন দেশে আরও মানুষের মাঙ্কিপঙ শনাক্ত হওয়ার খবর পাওয়া যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

পূর্ববর্তী নিবন্ধশিশু ধর্ষণ মামলায় চার্জ গঠন
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে খাট থেকে পড়ে শিশুর মৃত্যু