মাঘে এসে আলতো হাসে
আমলকীর ওই পাতা
ভোরের গায়ে শিশির মাখা
রোদ্দুরে কবিতা।
রোদের গায়ে মিষ্টি মায়া
রেশম কোমল সুখ
খেজুর রসে পিঠে পুলি
উৎসবে উন্মুখ।
শেষ রাতের ওই ঠান্ডা বায়ে
কাঁপন লাগে গায়
ভোর কুয়াশায় মুখটা লুকায়
ঘাটের ডিঙি না’য়।
বড়ই ফুলে আম মুকুলে
চলছে কানাকানি
হাওয়ার কোলে নামলো বলে
বসন্তেরি রানী।