মাঘী পূর্ণিমা আজ

আজাদী ডেস্ক | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:১৪ পূর্বাহ্ণ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান মাঘী পূর্ণিমা আজ। এদিন সব বৌদ্ধ ধর্মাবলম্বী বুদ্ধের ভাষিত অনিত্য ভাবনা করেন। ইহকাল ও পরকালের সুন্দর জীবন প্রতিষ্ঠার জন্য ধ্যান সমাধি করেন এবং জীবনকে শীলময়, ভাবনায় ও বিশুদ্ধিপূর্ণ করার জন্য কঠোর সংকল্পে ব্রতী হন।
এছাড়াও সারা বিশ্বের বৌদ্ধরা এই মহান তিথিটি নানা অনিত্য সভা এবং পূজা-অর্চনার মধ্য দিয়ে উদযাপন করবেন।

পূর্ববর্তী নিবন্ধসর্বাধুনিক ফিচারের ফ্রিজ নিয়ে এলো সিঙ্গার
পরবর্তী নিবন্ধবেজিয়ার সভাপতি হলেন সাফওয়ান সোবহান