বিশ্বের নির্যাতিত মানুষের মনোমন্দিরে / আশার প্রদীপ জ্বালিয়ে/ মাগো তুমি এসো আমার এ সোনার বাংলায়-অঞ্জলি ভরে উপহার দেয়ার মতো ফসল/ আজ আমাদের আর অবশেষ নেই- তাই উপঢৌকনের থালাশূন্য; কারণ ক্ষুধার অন্ন যাদের জোটেনা দু’বেলা/ তাদের আবার অতিথি সেবা! উদ্ভট উটের পিঠে সওয়ার হয়ে কোন্ এক অচেনা প্রান্তরে ছুটে চলেছে/ আমার এ প্রিয় মাতৃভূমি! ‘মানবিকতা’ ঝুলে আছে কিশোরী ‘ফালানি’ হয়ে সীমান্তের কাঁটাতারে ‘সহমর্মিতা’ ইটের আঘাতে দারুণ রক্তাক্ত/ ‘প্রীতি’ হয়ে জড়াজড়ি করে শুয়ে আছে পারিবারিক শ্মশানে। দুর্বৃত্তের শাবলের আঘাতে অহিংস বুদ্ধ ক্ষতবিক্ষত/ সামপ্রদায়িকতার বিষাক্ত পোকা মাঝে মাঝে উঠে আসে নর্দমা থেকে লোকালয়ে। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে বীভৎস সব ছবি / মনের আয়নায় নিরন্তর জেগে আছেন ‘রামু’র অসহায় নিখোঁজ উত্তম বড়ুয়া চোখ খুললেই নির্যাতিতা, ধর্ষিতার করুণ আর্তনাদ ; মাগো, তুমি মানুষের বিবেক হারানো/ অন্তরে অবস্থান করে বুঝিয়ে দাও-মাটির গড়া মানুষ মাটির-ই। এক ফালি রূপোলি চাঁদের হাসি হয়ে তুমি এসো মাগো নিরন্ন ভিখিরির ম্লান মুখে/ দিয়ে যেতে বুকে বাঁচার সোনালি আশ্বাস আর হৃদয়ে সবুজ স্বপ্ন; শরতের শিশির-ঝরা ঘাসে মুক্তোর দানা হয়ে ঝলমল করে হাসলেই তোমাকে চলবে না/ তোমাকে দেখাতে হবে সঠিক আলোর পথ যে পথে এগিয়ে মানুষ খুঁজে পাবে মানবিক বোধ। সমপ্রীতির বাণী নিয়ে মাগো তুমি এসো এই অশান্ত পৃথিবীতে। ফিলিস্তিনের অসহায় নির্যাতিত অসংখ্য মানুষ যেন ফিরে পায় চিরন্তন বিশ্বাস
প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারার নিশ্চয়তা। ভেদাভেদ আর বর্ণবৈষম্যের দেয়াল ভেঙে মাগো প্রতি অন্তরে তুমি জ্বালিয়ে দাও
চেতনার মঙ্গলদীপ।