মাগুরার সেই শিশুটির অবস্থা সংকটাপন্ন, নেওয়া হলো সিএমএইচে

তিন দিন পর মামলা, ভগ্নিপতিসহ গ্রেপ্তার ৪

| রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালসিএমএইচে নেওয়া হয়েছে। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে সেখানে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, মাগুরার ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এইমাত্র তারা সেখানে পৌঁছেছে। খবর বিডিনিউজের।

ধর্ষণের শিকার শিশুটির অবস্থা সঙ্কটাপন্ন বলছেন চিকিৎসকরা। সিএমএইচে নেওয়ার আগে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম বলেন, দুপুরে ধর্ষণের শিকার শিশুটিকে হাসপাতালে দেখতে আসেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুর্শিদ। উপদেষ্টার নির্দেশ ও শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশে শিশুটিকে সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত হয়।

এদিকে শিশু ধর্ষণের ঘটনার তিন দিন পর চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার ওই শিশুর মা বাদী হয়ে সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা করেছেন। তিনি বলেন, এ মামলার শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাবেদা বেগমকে (৪০) আসামি করা হয়েছে। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। গতকাল দুপুর পৌনে ১টায় তিনি বলেন, বাচ্চাটার অবস্থা ক্রিটিক্যাল। ও গতকাল রাত থেকে ভেন্টিলেশনে আছে, ওর অবস্থা ভালো না। ধর্ষণের পাশাপাশি তার গলা চেপে ধরা হয়েছিল। আমরা দেখেছি তার গলায় একটা দাগ আছে। এ কারণে চিকিৎসকরা বলছেন, গলা চেপে ধরার কারণে তার শ্বাসকষ্ট হয়েছে। এ কারণে তার সমস্যাগুলো আরও বেশি হচ্ছে।

শিশুটির চিকিৎসায় গতকাল মেডিকেল বোর্ড করা গঠনের কথা জানিয়ে হাসপাতালের পরিচালক আসাদুজ্জামান বলেছেন, ওই বোর্ডে চারটি বিভাগের চিকিৎসকরা আছেন। আমাদের শিশু বিভাগের প্রধানকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া পেডিয়াট্রিক সার্জারি, গাইনি এবং অ্যানেস্থেশিয়া বিভাগের চিকিৎসকরা আছেন। উনারা আজ মিটিংয়ে বসেছেন।

ঢাকা মেডিকেলের শিশু সার্জারি বিভাগের প্রধান এবং শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য মো. ছামিদুর রহমান বলেন, স্ট্যাগুলেশন মানে গলা টিপে ধরার কারণে তাকে আইসিইউতে পাঠানো হয়েছে। গলা টিপে ধরার কারণেই তার সমস্যা বেশি হচ্ছে। সার্জিক্যাল সাইট অতটা খারাপ না। তার পেরিনিয়াম (যৌনাঙ্গের একটা অংশ) অত খারাপ না।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে অসহযোগিতা করলে কঠোর ব্যবস্থা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সৈকতে ঘুরতে যাওয়া কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ