মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার দুপুরে শিশুটির মায়ের সঙ্গে কথা বলে চিকিৎসা ও ঘটনার বিচারের জন্য পাশে থাকার আশ্বাস দেন। নেতাকর্মীদেরও শিশুটির পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তিনি।
সংকটাপন্ন শিশুটিকে এদিন বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল–সিএমএইচে নেওয়া হয়েছে। এর আগে ঢাকা মেডিকেলে মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলামের মোবাইল ফোনে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সে সময় শিশুটির মা তারেককে বলেন, তার মেয়ের শরীর ভালো না। রক্ত দেওয়া হচ্ছে। খবর বিডিনিউজের।
এরপর তারেক রহমানকে বলতে শোনা যায়, আমাদের ওখানে যেসব নেতাকর্মী আছেন, তাদের আমি বলেছি। বিশেষ করে নয়ন আছে; এছাড়া মাগুরায় আমাদের যেসব নেতাকর্মী আছেন, তাদের বলেছি, তারা (শিশুটির) পাশে থাকবেন, যাতে সে ন্যায়বিচার পায়। শিশুটির সাথে যারা অন্যায় করেছে, তারা যাতে শাস্তি পায়। এর জন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। যাতে দেশের আইন অনুযায়ী আপনারা ন্যায়বিচার পান। শিশুটির মাকে তিনি বলেন, আমি নয়নকে বলেছি, শিশুটির চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো যাতে নেওয়া হয়। চিন্তা করবেন না, আমরা আছি, দেশের মানুষ আপনাদের পাশে আছে।
তখন শিশুটির মা কাঁদতে কাঁদতে বলেন, আপনি যদি দেখতেন, আমার ছোট মনিডার সাথে কী করা হইছে। আপনার কাছে আবেদন, আপনি দোয়া করবেন, যাতে আমি আমার মনিডার ফেরত পাই। আর যারা এই কাজ করেছে, তাদের যেন শাস্তি হয়।
পরে ঢাকা মেডিকেলে শিশুটিকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, রফিকুল ইসলাম ও নিপুণ রায় চৌধুরী।












