মাগুরার শিশুটির অবস্থার অবনতি, দোয়া চাইলেন প্রেস সচিব

| বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার সামান্য উন্নতি কথা দুদিন আগে শোনা গেলেও ফের তার অবস্থার অবনতির খবর দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিশুটির জন্য সবার দোয়া চেয়ে তিনি বলেছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি, তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার সিজিএস কমা লেভেল চার থেকে তিনে নেমে এসেছে। ব্রেইন স্টেম এবং চোখের মণির প্রসারণ কমে গেছে গত কালকের (মঙ্গলবার) তুলনায়। সিএমএইচের চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন। আমরা সবাই মিলে প্রার্থনা করি যাতে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়। খবর বিডিনিউজের।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্যাডিয়াট্রিক আইসিইউতে শিশুটির চিকিৎসা চলছে। তার সবশেষ শারীরিক অবস্থা বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তুলে ধরেন প্রেস সচিব। এর আগে সোমবার শিশুটির শারীরিক অবস্থান সামান্য উন্নতির খবর দিয়ে বলা হয়, পাঁচদিনের মাথায় তার চোখের পাতা নড়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় অগ্নিদুর্গত ২২ পরিবারের পাশে কোস্ট ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল,বিক্ষোভ ও মানববন্ধন