মাকে মারধরের মামলায় ছেলে কারাগারে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

মাকে মারধরের অভিযোগে করা মামলায় ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তার নাম দেবাশীষ বড়ুয়া। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল, গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উর্ধ্বতন সহকারী। গত ১০ নভেম্বর চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদীর আইনজীবী হাসানুল হক দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমার মক্কেল লাভলী বড়ুয়াকে গত ৪ অক্টোবর মারধর করে হত্যার উদ্দেশ্যে বাথরুমে আটকে রাখেন দেবাশীষ বড়ুয়া। এ ঘটনায় আমার মক্কেল বাদী হয়ে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও তার স্ত্রীর বিরুদ্ধে সমন ইস্যু করেন। এরই ধারাবাহিকতায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ২ বছরের সাজা এড়াতে আত্মগোপনে ৮ বছর, শেষ পর্যন্ত গ্রেপ্তার