মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

 

 

ফটিকছড়িতে বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল দুপুর ১টায় কাঞ্চনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাইন্দং কাঞ্চননগর সড়কের শ্যানপাড়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া আক্তার (১৪) কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুরুং ফিরনি গ্রামের জামাল উদ্দীনের মেয়ে ও কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

আহতরা হলেননিহতের মা ফাতেমা বেগম, বোন সেলিনা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক আহমদ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মা ও বড়বোনকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। পাইন্দং কাঞ্চননগর সড়কের শ্যানপাড়ার সামনে একটি বালুবাহী ট্রাক তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে স্কুলশিক্ষার্থী তানিয়া তার মাবোনসহ ৪ জন আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেনএক স্কুল শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় মেডিক্যাল এ নিয়ে আসলে সে মারা যায়। পরে প্রশাসনের সাথে কথা বলে লাশ হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধডিসি পার্ক তিন দিন বন্ধ ঘোষণা সংঘর্ষের ঘটনায় থানায় মামলা
পরবর্তী নিবন্ধরাষ্ট্রদ্রোহ মামলায় ডা. কথক দাশ দুই দিনের রিমান্ডে