নতুন গানে কণ্ঠ দিয়েছেন বরেণ্য কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। গানের শিরোনাম ‘নাড়ীর বন্ধন’। মা দিবস উপলক্ষে মাকে ঘিরে গানটি তৈরি হয়েছে। গানটি মা দিবসে প্রকাশিত হবে। ‘নাড়ীর বন্ধন’ গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা নিজেই।
‘নাড়ীর বন্ধন’ গানের কথা লিখেছেন কামরুল নান্নু, সুর করেছেন মুরাদ নূর। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। মাকে নিয়ে গান করার অনুভূতি জানিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘ভীষণ ভালো লাগছে। আমার মা আল্লাহর রহমতে সুস্থ আছেন।
মায়ের গর্ভে সুরের পরিবারে জন্মেছি, সেই সুরে মাকে স্মরণ করতে পারলাম – এই আনন্দ বোঝানোর মতো না। পৃথিবীর সকল মাকে উৎসর্গ করলাম এই গান। ‘নাড়ীর বন্ধন’ গানের পরিকল্পক ও সুরকার মুরাদ নূর বলেন, ‘আলহামদুলিল্লাহ। মা বেঁচে আছেন, তাকে নিয়ে গান বেঁধে শুনাতে পেরেছি এটাই আমার স্বার্থকতা। সামিনা আপার সাথে কাজ করতে পারাও আমার স্বপ্ন পূরণ আর সৌভাগ্যের বহিঃপ্রকাশ। আসছে ৮ মে মা দিবসে ‘নাড়ীর বন্ধন’ গানটির মিউজিক ভিডিও প্রকাশ পাবে ড়ভভরপরধষ’– নামে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজসহ আরও কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে।