রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় অস্ত্রসহ ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি কিরিচ, একটি দা ও একটি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া এলাকার মো. পারভেজ (৩১) ও তার সহযোগী আশরাফ আলী (১৯)। পারভেজের বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে এবং সরফভাটা ইত্যাদি চত্বরে আলোচিত মামুন হত্যা মামলার ১৩নং এজাহারনামীয় আসামি বলে জানা গেছে। এই মামলায় তিনি গত বছরের ১৩ ডিসেম্বর গ্রেপ্তার হয়েছিলো।
জানা যায়, সরফভাটা সিপাহী পাড়ায় তুচ্ছ ঘটনায় মামাকে গুলি করেছিলো ভাগিনা পারভেজ। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পারভেজ ও তার সহযোগী আশরাফ আলী সিকদারকে অবশেষে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এরআগে গত রোববার সন্ধ্যায় মামা ফজলুল করিম ও ভাগিনা পারভেজ এক সাথে গোসল করছিল। গোসল সেরে ভাগিনা পারভেজ লুঙ্গি পাল্টানোর সময় মামা ফজলুল করিমের কাপড়ে পা দেয়। এতে মামার লুঙ্গি কিছুটা ভিজে যায়। বিষয়টি বোনকে নালিশ জানায় ভাই ফজলুল। এতে ক্ষিপ্ত হয়ে ভাগিনা বাড়ি থেকে অস্ত্র এনে মামাকে ছররা গুলি চালালে মামার শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দেন তিনি। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, বৃহস্পতিবার সকালে সরফভাটা এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা অভিযানের সময় সেনাবাহিনী আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এরআগে পারভেজের বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় আরও চারটি মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।