মা’কে দিলাম হাজার গোলাপ আকাশ তারায় ভরা
মা’কে দিলাম ফুল পাখিদের মিষ্টি মধুর ছড়া।
মা’কে দিলাম উছল নদী, আমার ছেলেবেলা
আকাশ দিলাম তারই সাথে দিলাম মেঘের ভেলা।
মা’কে দিলাম আমার প্রথম মিষ্টি মধুর বুলি
ছবির মতো দেশটি দিলাম রং পেনসিল তুলি।
মা’কে দিলাম ভালোবাসা মনটা উজাড় করে
সব মায়েরা উঠবে হেসে বাংলাদেশের ঘরে।