এখন আমার স্বপ্নগুলো
ওড়ে আকাশ পানে,
রাতের তারায় মাকে খুঁজি
আদর পাওয়ার টানে।
মা–যে আমার কত্তো আপন
ভুলতে পারি না যে,
নেই তিনি আজ আমার কাছে
দুঃখ বুকে বাজে।
কে খাওয়াবে আজকে বলো
দুধমাখা সেই ভাত,
কে শোনাবে পাশে বসে
গল্প সারারাত?
ফারুক হাসান | বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ