মাওলানা সোহাইল আহমেদ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

নগরীর খুলশী হিলস আবাসিক এলাকা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সোহাইল আহমেদ আর নেই। গত শুক্রবার রাত দুইটা নাগাদ তিনি খুলশীস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ মাগরিব খুলশী হিলস আবাসিক এলাকা ঈদগা মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ লালখান বাজারস্থ জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণস্থ কবরস্থানে দাফন করা হয়েছে।

মাওলানা সোহাইল আহমেদের বাড়ি সিরাজগঞ্জ। তিনি দীর্ঘ প্রায় বিশ বছর সময় ধরে খুলশী হিলস জামে মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

মাওলানা সোহাইল আহমেদের মৃত্যুতে খুলশী ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট মু. শামসুল আলম, সেক্রেটারি ড. এম এ করিম গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধরেল পরিবার সুহৃদ সংসদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান