জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত প্রবীণ মুদাররিস (কাতিব) মাওলানা মুহাম্মদ রূহুল আমীন গত শুক্রবার বাদ জুমা লোহাগাড়া উপজেলার পুটিবিলা হাফিযপাড়ার আবাসগৃহে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তাঁর বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৫ কন্যা, ৩ ভাই, ৭ বোন, বহু নাতি–নাতনি, আত্মীয়–স্বজন, অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে যান।
৫ অক্টোবর সকাল ১০ টায় পুটিবিলা হাফিযপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা শেষে হযরত শাহ্ সূফী হাফিয মাওলানা ওয়াযীহুল্লাহ্ (রাহ্.) ও হযরত শাহ্ সূফী হাফিয রাহমাত উল্লাহ্ (রাহ্.)-এর মাজার পাশে দাফন করা হয়। ইমামতি করেন তাঁর পুত্র মাওলানা হাফিয নাজমুদ্দীন মুহাম্মদ সাক্বিব। প্রেস বিজ্ঞপ্তি।