নগরীর ১৬নং চকবাজার ওয়ার্ডস্থ মাওলানা মুহাম্মদ আলী শাহ (র.) লেইনের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার উন্নয়ন কাজের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। উদ্বোধনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে কার্যক্রম শুরু করেছেন তারই ধারাবাহিকতায় চকবাজার ওয়ার্ডের উন্নয়ন কাজের শুরু। আশাকরি আগামীতে এলাকাবাসীকে সাথে নিয়ে নতুন প্রজন্মের জন্য আধুনিক স্বাস্থ্য ও শিক্ষাবান্ধব চকবাজার ওয়ার্ড গড়ে তুলবো। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু ছিদ্দিক, প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, রফিক আহমেদ, ইমরুল হাসান, মোহাম্মদ মহিউদ্দিন অভীক, গিয়াস উদ্দিন সাজিদ, আবু বক্কর, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ ইসমাইল, আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওর্য়াড সচিব মোহাম্মদ তারেক সুলতান।মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ লোকমান। প্রেস বিজ্ঞপ্তি।












