মাওলানা মাসুকুর রহমান

| শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ার ইছাখালী ইউনুসিয়া রহমানিয়া মাদরাসার পরিচালক মাওলানা মাসুকুর রহমান (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….রাজেউন)। মাদরাসার এতিম শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদান সংগ্রহে তিনি মধ্যপ্রাচ্যের দুবাই আজমান গিয়েছিলেন মাসখানেক আগে। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
গতকাল শুক্রবার সকালে তার মরদেহ দেশে আনা হলে একইদিন বিকাল ৫টার দিকে ইছাখালী মাদরাসা মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মাসুকুর রহমানের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বরে।
তিনি মাওলানা মো. হারুনের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পূর্ববর্তী নিবন্ধখানকায়ে চিশতীয়ায় খাজা গরীবে নেওয়াজের (রহ.) বার্ষিক ওরশ
পরবর্তী নিবন্ধস্ত্রীকে খুন করে হয়ে যান সাংবাদিক