মাওলানা নেছার আহমদ

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিলের প্রবর্তক হাফেজ আহমদ (রা.) প্রকাশ শাহ ছাহেব কেবলার ছোট ভাই মাওলানা নেছার আহমদ (৯০) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজিউন)।

দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ কন্যা, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বিকেল ৫টায় চুনতি সীরত ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মাওলানা নেছার আহমদের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।

পূর্ববর্তী নিবন্ধ৮ ব্যক্তিকে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবদুল করিমের পিএইচডি ডিগ্রি লাভ