বাঁশখালী উপজেলার খানখানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা নুরুন্নবী চৌধুরী গত রবিবার রাত সাড়ে ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজিউন)। তিনি বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামের মনছুর আলী চৌধুরী বাড়ির মাওলানা মরহুম ফয়েজ আহাম্মদ চৌধুরীর একমাত্র পুত্র। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার দুপুর ২ টায় মরহুমের নিজ বাড়ি সংলগ্ন মাঠে নামাজে জানাজায় ইমামতি করেন শাহ্সুফি মাওলানা আবদুল মজিদ। জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।