মাওলানা কাজী আব্দুল আলীম রেজভী জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। তিনি শিক্ষা জীবনে ১৯৮৯ সালে ১ম শ্রেণিতে কামিল হাদিস, ১৯৯১ সালে ১ম শ্রেণিতে কামিল ফিকহ ও ১৯৯৩ সালে ১ম শ্রেণিতে কামিল তাফসির বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে আরবি ভাষা ও সাহিত্যে কৃতিত্বের সাথে অনার্সসহ ১ম শ্রেণিতে এমএ ডিগ্রি লাভ করেন। ছাত্র জীবন শেষ করার সাথে সাথেই জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শিক্ষকতায় নিয়োজিত হন।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় দায়িত্ব পালনকালে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











