ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজ, নাজিরহাট আহমদীয়া আলীয়া মাদরাসা এবং নাজিরহাট কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা প্রবীণ আলেম ও বিশিষ্ট সমাজকর্মী মাওলানা আফজল আহমদ চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নাজিরহাট কলেজ জামে মসজিদস্থ কবরে পুষ্পমাল্য প্রদান, জিয়ারত, কোরান খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া আলহাজ্ব চুন্নুমিয়া চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে জিয়ারত, কোরান খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯০৮ সালে হাটহাজারীর ফরহাদাবাদের ইউসুফ চৌধুরীর বাড়িতে জন্ম নেওয়া মাওলানা আফজল কলকাতা আলিয়া মাদরাসায় পড়াশোনা করেন।
তিনি কলকাতায় মুসলিম ছাত্র সমিতির সাধারণ সম্পদক এবং আসাম বঙ্গ আরবি ছাত্র সম্মেলনের যুগ্ম সম্পাদক ছিলেন। পরে ফটিকছড়ি করোনেশন হাই স্কুলে হেড মাওলানা ছিলেন।
এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক মাওলানা আফজল আহমদ চৌধুরী ২০০৬ সালের ২০ জানুয়ারি ৯৮ বছর বয়সে ইন্তেকাল করেন। প্রেস বিজ্ঞপ্তি।












