ভারতের ছত্তিশগড় রাজ্যের সুকুমা জেলায় বেশ কয়েকটি শক্তিশালী বোমা (আইইডি) বিস্ফোরণে আধাসামরিক বাহিনী সিআরপিএফের একজন কর্মকর্তা নিহত ও ১০ জওয়ান আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজ্যের রাজধানী রায়পুর থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণে চিন্তালনার বনে আরবরাজ মেত্তা পাহাড়ের কাছে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। হামলার পরপরই আহত জওয়ানদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। খবর বিডিনিউজের। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) মুখপাত্র বিসি পাত্র জানিয়েছেন, মাওবাদীরা সিআরপিএফের অভিজাত ইউনিট কোবরা ব্যাটালিয়নের ২০৬ নম্বর টিমের ওপর হামলা চালিয়েছে। তারা সুকমার টেডমেতলা ও মিনপা এলাকার মধ্যবর্তী স্থানে দুইটি আইইডির বিস্ফোরণ ঘটিয়েছে।