‘মাই লর্ড’ সম্বোধন না করতে হাইকোর্ট বেঞ্চের নির্দেশনা

| বুধবার , ২৬ জুলাই, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টের বিচারকদের সম্বোধন করা শব্দ ‘মাই লর্ড’ বলতে আইনজীবীদের না করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। ওই শব্দের পরিবর্তে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করতে বলা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি একেএম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ থেকে এ নির্দেশনা আসে। ওই বেঞ্চের এক কর্মকর্তা এ সংক্রান্ত নোটিশও জারি করেছেন। খবর বাংলানিউজের।

নোটিশে বলা হয়, এ বেঞ্চে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের ‘মাই লর্ড’ এর স্থলে ‘ইউর অনার/স্যার সম্বোধন করার নির্দেশ দেওয়া হলো।

পূর্ববর্তী নিবন্ধএমপির স্বাক্ষর জালিয়াতি করে প্রতারণা, চন্দনাইশে গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ডাকাতের গুলিতে আরেক বাংলাদেশি নিহত