বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর গুলশানের
বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা–দক্ষিণ) নাসিরুল ইসলাম। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। খবর বিডিনিউজের।
হাতিরঝিলের পাশে অবস্থিত বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভি ভি. এম. ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিকাধানী একটি প্রতিষ্ঠান। ২০১০ সাল থেকে এটি সমপ্রচারে রয়েছে।