মাইলস্টোন ট্র্যাজেডি

তৌফিক বাবু | শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৫:০৫ পূর্বাহ্ণ

ছুটির ঘন্টা বাজার আগেই

জীবনের ছুটি হলো,

মাগো তুমি কেঁদো না আর

অশ্রু মুছে ফেলো।

কত স্বপ্ন ছিল মাগো তোমার

সোনা মানিক নিয়ে,

স্বপ্ন পুড়ে ছাই হল মাগো

তপ্ত আগুন দিয়ে।

তপ্ত আগুনে ভাসলো কেবলই

তোমারই সোনা মুখ,

মৃত্যুসঙ্গী হয়েছিল মাগো

তাতেই পরম সুখ।

চারিদিকে শুধু আগুনের ফুলকি

সমস্বরে চিৎকার,

মা মা ডাকে প্রকম্পিত হলো

ভবন পুঁড়ে ছারখার।

মাইলস্টোন এখন মৃত্যুপুরী

টক অব দি টাউন,

এসব নিয়ে চলছে রাজনীতি

আছে কিছু ফেরাউন।

অভিশাপে নাকি আসমান কাঁপে

কাঁপে না ওদের মন,

ওপারেতে মাগো নিরাপদে আছি

দোয়ায় রেখো সারাক্ষণ।

পূর্ববর্তী নিবন্ধআত্মউৎসর্গীকৃত মহীয়সী শিক্ষিকা মাহরিন চৌধুরী
পরবর্তী নিবন্ধজুম্’আর খুতবা