মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ম্যানইউ’র শোক বার্তা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:০২ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড লিখেছে, ‘সমপ্রতি ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাই। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’ স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এর আগে গত ২৩ জুলাই শোক জানিয়েছিল স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপের আগে পাওয়ার হিটিং কোচ আনছে বিসিবি
পরবর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত অস্ট্রেলিয়ার