মাইলস্টোনে নিহতদের স্মরণে কপোত খেলাঘর আসরের দোয়া মাহফিল

| রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীসহ অনেকের মর্মান্তিক মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কপোত খেলাঘর আসর ও মৈত্রী খেলাঘর আসর। গত ২৫ জুলাই কপোত খেলাঘর আসরের পাঠাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৈত্রী খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি মো. মিজানুর রহমান।বক্তব্য রাখেন শেখ ফয়জুর রব, মোহাম্মদ নাছির উদ্দিন, সলিমুল্লাহ চৌধুরী শাহেদ, ফয়সাল আহমেদ রাজু, মো.মোমিন প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুজ্জামান কাদেরী ও হাফেজ নাজমুল করিম। উপস্থিত ছিলেন এস.এম আবুল হোসেন, সাজ্জাদ হোসেন সাজু, আবির হোসেন, সুপ্তি শিখা, রাহেলা করিম, আয়শা জামান নিশা, ফারজানা আক্তার আশা প্রমুখ। এতে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে বিশেষ শপথ
পরবর্তী নিবন্ধজামায়াতে ইসলামী বাগমনিরাম ওয়ার্ডের বৃক্ষ রোপণ কর্মসূচি