যুগে যুগে নারী কখনো কন্যা, কখনো স্ত্রী, কখনো মা। সম্পর্কের ধাপ পেরিয়ে আসতে আসতে একসময় ভাল মাইন্ড রিডারও সে….সবার অভিমান অভিযোগ অনুযোগ বুঝার সামলানোর সমঝোতার অনুভূতিটা যেন আল্লাহ্ নিজ হাতে নারীদেরকে দিয়েছেন…কিন্তু সবাই ভুলে যায় এই মাইন্ডরিডারদেরও একটা মন আছে, আর সেই মনেরও সর্দি কাশি জ্বর হয়, আর সেই মনটারও নিবিড় যত্ন আর পরিচর্যা দরকার। আমাদের পরিবারের সব সদস্যের মায়া আর ভালোবাসার বন্ধনে জড়িয়ে রাখুক সব সময় এই মাইন্ডরিডারদেরকে।