মাইনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২ ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী কলা বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫() ধারায় আলাউদ্দিন ও শান্তি জীবন চাকমাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান শেষে ইউএনও ইনামুল হাছান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বা পাহাড় কাটাসহ আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধজন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলি : ঋত্বিককুমার ঘটক
পরবর্তী নিবন্ধহারুয়ালছড়িতে বিএনপির আলোচনা সভা