মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার মতবিনিময়

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার মতবিনিময় গত ১৬ ডিসেম্বর উপজেলা মুক্তিযুদ্ধ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি ও ভূজপুর প্রশাসনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। ডা. বরুণ কুমার আচার্য্যের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম ও ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে। উপস্থিত ছিলেন ধীমান দাশ, বিপ্লব চৌধুরী কাঞ্চন, কৃষ্ণ বৈদ্য, তরুণ কুমার আচার্য, সোনারাম আচার্য, মানিক বড়ুয়া, রুবেল শীল, নারায়ণ আচার্য, দীপ আচার্য প্রমুখ। শেষে সংগঠন কর্তৃক প্রকাশিত স্মরণিকা ‘ভক্তি’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সভায় বক্তারা মানবিক সমাজ সংস্কারে সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

পূর্ববর্তী নিবন্ধবাকশিস’র আলোচনা সভা
পরবর্তী নিবন্ধচকবাজারে যুবদলের শীতবস্ত্র বিতরণ