মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের পুনঃসংস্কার কাজের উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার দরবার শরীফের আওলাদে পাক, মসজিদের মতোয়াল্লি পরিবারবর্গ ও মুসল্লিদের নিয়ে মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের পুন:সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। এটির উদ্বোধন করেন গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (.)। ১৭ ফেব্রুয়ারি (সোমবার) বাদে আছর এ কাজের উদ্বোধন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন সৈয়দ শামসুল আরেফিন মাইজভাণ্ডারী (.), অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নুর মাইজভাণ্ডারী (.), মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, সৈয়দ আসিফ নঈম উদ্দিন মাইজভাণ্ডারী (.), সৈয়দ সাকলাইন মাহমুদ, মোহাম্মদ তৌহিদুল আলম মেম্বার, মতোয়াল্লী পরিবারের সৈয়দ নাছিরুল আলম, মাওলানা সৈয়দ মোহাম্মদ বশিরুল আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পূর্ববর্তী নিবন্ধরোটারি গ্রেটার চিটাগাংয়ের বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় হাতির আক্রমণে কাঠ মিস্ত্রি আহত