মাইজভাণ্ডার দরবার শাহী জামে মসজিদের পুনঃসংস্কার কাজ শুরু

| বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী জামে মসজিদের পুনঃসংস্কার কাজ শুরু হয়েছে। গত রবিবার রাতে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (.) ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে স্বাগত বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে সংস্কার কাজের উদ্বোধন করেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (.)

এ সময় আরো বক্তব্য দেন, মসজিদের মতোয়াল্লী সৈয়দ মো. সৈয়দুল আলম শাহজাহান মাইজভাণ্ডারী, মসজিদের যুগ্ম মতোয়াল্লী সৈয়দ মো. নাছিরুল আলম, খতিব মাওলানা সৈয়দ মো. বশিরুল আলম, গাউছিয়া আমিন মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ সামসুল আরেফিন মাইজভাণ্ডারী (.), গাউছিয়া রহমান মনজিল (বায়তুল ইতকান) এর সাজ্জাদানশীন অ্যাড. সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী (.), গাউছিয়া খালেক মনজিলের শাহজাদা সৈয়দ ক্বফ আহমদ মাইজভাণ্ডারী (.), আজিমনগর গাউছিয়া জাহেদ মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারী (.), মো. তৌহিদুল আলম মেম্বার, মো. ওমর ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বর্ণাঢ্য বৈসাবি শোভাযাত্রা