মাইজভাণ্ডার দরবারে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও সেমিনার

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:২৭ অপরাহ্ণ

শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহর (.) দ্বিশত জন্মবার্ষিকী ও ১২০তম ওরস উপলক্ষে মাইজভাণ্ডার দরবার শরীফে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প ও সেমিনার অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ‘বাত ব্যথার আধুনিক সমাধান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় কর্মসূচির আয়োজন করে ‘মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ। এতে সহযোগিতা প্রদান করে নিউরোসেন্স লিমিটেড চট্টগ্রাম।

সভাপতিত্ব করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। কীনোট স্পিকার ছিলেন মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন ডা. মো. মঈন উদ্দিন (মঞ্জু)। উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন মাইজভাণ্ডারী। আলোচকরা বাত, দীর্ঘমেয়াদী ব্যথা ও প্যারালাইসিস রোগীদের ভোগান্তি লাঘবে আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা উল্লেখ করেন, পবিত্র ওরস শরীফে আগত ভক্ত ও আশেকানদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সঠিক চিকিৎসা নির্দেশনার লক্ষ্যেই এই ব্যতিক্রমী সেমিনারের আয়োজন করা হয়েছে। একই দিন দরবারের শাহ এমদাদীয়া ময়দানে দিনব্যাপী এক বিশাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে ও মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের আয়োজনে সকাল ৯টা থেকে এই ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

দিনব্যাপী এই কার্যক্রমে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেক্টর কমান্ডার সামশুদ্দিন আহমদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে অস্ত্রের মুখে পোল্ট্রি ফার্মে ডাকাতির অভিযোগ