মাইজভাণ্ডার দরবারে দৃষ্টিনন্দন গেট ও মসজিদ উদ্বোধন

হোসনে আরা-মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগ

| শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:০৪ পূর্বাহ্ণ

আলহাজ্ব হোসনে আরা-মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশে আগত মেহমান, পুণ্যার্থী ও ভক্তদের জন্য ইতিপূর্বে বিশ্রামাগার, আধুনিক ৫০টি গণশৌচাগার নির্মাণ করা হয়েছে। বতর্মানে একটি তিন তলা বিশিষ্ট মসজিদ ও মাইজভাণ্ডার দরবার শরীফের আগে একটি দৃষ্টিনন্দন গেটের কাজ সম্পন্ন হয়। এছাড়াও ২৫০ ফিট একটি মিনারের নির্মাণকাজ চলমান রয়েছে। সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে গতকাল বাদ জুমা তিনতলা বিশিষ্ট হযরত গাউসুল আজম আহমদিয়া রহমানিয়া জামে মসজিদ উদ্বোধন করেন আওলাদে গাউসুল আজম শাহসুফী সৈয়দ সহিদুল হক আল হাসানী আল মাইজভাণ্ডারী। আশেকানে মাইজভাণ্ডারী গেইট উদ্বোধন করেন শাহজাদা-এ- গাউছুল আজম শাহসূফী সৈয়দ মুহাম্মদ সাইফুদ্দিন মাইজভাণ্ডারী এবং গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোস্তফা-হাকিম গ্রুপ ও হোসনে আরা-মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মো. নিজামুল আলম রাজু, মোহাম্মদ সারওয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, সাহিদুল আলম, মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, রোশাংগিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোস্তফা-হাকিম গ্রুপের কর্মকর্তা কর্মচারী, মাইজভাণ্ডারী দরবার শরীফের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুফতি অছিয়র রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধনবম পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব শুরু