মাইজভাণ্ডার দরবারে দারুল ইরফান তাসাউফ সংলাপ

| শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ১১:৪৬ অপরাহ্ণ

মাইজভাণ্ডার দরবারের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সূফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এর পৃষ্ঠপোষকতায় ১০ দিনব্যাপী মানবকল্যাণ কর্মসূচির ৬ষ্ঠ দিন গতকাল বৃহস্পতিবার দারুল ইরফান তাসাউফ সংলাপ অনুষ্ঠিত হয়। দারুল ইরফান রিসার্চ ইন্সটিটিউটের উদ্যোগে এ তাসাউফ সংলাপে মাইজভাণ্ডারী দর্শনের আত্মশুদ্ধির সপ্তকর্ম পদ্ধতি শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নায়েব সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)। অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়াহ বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. জামাল ফারুক জিবরীল মাহমুদ আদ-দাক্কাক। বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্যের মিনিস্ট্রি অব জাস্টিসের মুসলিম চ্যাপ্‌লিন মাওলানা মুহাম্মদ মুহিউদ্দীন আজহারী, আল-আজহার ইলেকট্রনিক ফতোয়া বিভাগের সদস্য শায়েখ মুহাম্মদ আল মীর সাফি, লেবানন গ্লোবাল ইউনিভার্সিটির স্কলার ড. মুহাম্মদ তারেক নাজিব লাহহাম আর-রেফায়ী আল-কাদেরী প্রমুখ। এ সময় বক্তারা মানব জাতির নৈতিক উৎকর্ষ সাধনে উছুলে ছাব’য়ার উপর গুরুত্বারোপ করেন। সকলকে তা পরিপূর্ণ অনুশীলনের উদাত্ত আহ্বান জানান। পরে জ্ঞানের আলো ম্যাগাজিনের ই-বুক প্রকাশনা উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাইভেটকারে বস্তাভর্তি গাঁজা, শেরশাহে যুবক আটক
পরবর্তী নিবন্ধবিইআরসি ফিরিয়ে দেওয়ার পর ফের গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব