ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে ঐতিহাসিক জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও সুলতানে সালতানাত ও অছিয়ে গাউছুলআজম, মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (ক.) চান্দ্রবর্ষ ওফাত বার্ষিকী আজ অনুষ্ঠিত হবে। মাহফিলে ছদারত করবেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী আওলাদে গাউছুল আজম শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী (ম.)। উক্ত অনুষ্ঠানে মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানসীনে দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী শাহজাদা ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (ম🙂 সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।