মাইজভাণ্ডার দরবার শরীফে ঐতিহাসিক জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও গাউছুল আজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) পৌত্র সাজ্জাদানশীন অছিয়ে গাউছুল আজম হজরত মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর (ক.) চান্দ্রবার্ষিকী ওরশ শুক্রবার মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন সাজ্জাদানশীনে দরবার ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)। বাদ আসর পবিত্র কোরআন হতে তেলাওয়াত, নাতে রাসুল, শানে গাউছিয়া ও শানে অছিয়ে গাউছুল আজম পরিবেশনের মাধ্যমে মাহফিল সূচিত হয়। মাহফিলে আলোচক হিসেবে নির্ধারিত বিষয়ে বক্তব্য রাখেন ঢাকা মোহাম্মদপুর কাদেরীয়া তৈয়্যবীয়া আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আবদুল আলীম রিজভী, চান্দগাঁও বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি ছৈয়দ শামসুদ্দোহা বারী (ম.), ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া বহুমুখী কামিল (এম.এ.) মাদ্রাসার অধ্যক্ষ শাহজাদা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন (ম.), রাউজান উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাসান রেজাআল কাদেরী (ম.), মাওলানা মুহাম্মদ সাইফুল আজম (বাবর) আজহারী (ম.), শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী (ম.), মুফতী ছৈয়দ সৈয়দুল বারী (ম.), মুফতী মুহাম্মদ মাসউদ রিজভী (ম.), মাওলানা সৈয়দ বশিরুল আলম (ম.)। বক্তব্য রাখেন শাহজাদা ডাঃ সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী। সভাপতির সমাপনী বক্তব্যে শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.) বলেন, রাসুলে পাকের আদর্শকে সমাজে প্রতিষ্ঠিত করতে হলে তাঁর আধ্যাত্মিক প্রতিনিধি আউলিয়ায়ে কেরামদের নীতি–আদর্শকে অনুসরণ ও অনুশীলন করতে হবে। মাহফিল সঞ্চালনা করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ এনামুল হক চৌধুরী সেলিম। কৃতজ্ঞতা জানিয়েছেন নায়েব মোন্তাজেমে দরবার শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী ও সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সৈয়দ মাহমুদুল হক। প্রেস বিজ্ঞপ্তি।












