মাইজভাণ্ডার দরবারে জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) কাল

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

গাউসুল আজম শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর চান্দ্রবার্ষিকী ওরশ স্মরণে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় কাল রবিবার মাইজভাণ্ডার শরীফস্থ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে ঐতিহাসিক জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে ছদারত করবেন আওলাদে গাউছুল আজম সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী (ম.) ও আলহাজ্ব শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (ম.)।
এতে দেশ বরেণ্য ওলামা-মাশায়েখগণ রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ও গাউসুল আজম মাইজভাণ্ডারীর (ক.) শান আজমতের উপর বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টের সভা
পরবর্তী নিবন্ধচন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন