মাইজভাণ্ডার দরবার শরীফে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলস্থ শাহী ময়দানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় গাউসুলআজম মাইজভাণ্ডারীর উত্তরাধিকারী মাওলানা শাহসুফি দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর চান্দ্রবার্ষিকী বেছাল দিবস ২০ রবিউল আউয়াল স্মরণে আজ (১২ সেপ্টেম্বর) বাদ আছর হতে জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে ছদারত করবেন অছিয়ে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সভাপতি শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সহ–সভাপতি শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী। এতে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সংগঠনের মহাসচিব নাজমুল হাসান মাহমুদ শিমুল।