মাইজভাণ্ডার দরবারের অন্যতম আওলাদ হযরত শাহসুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। গতকাল বুধবার সকাল সাড়ে ৬ টায় নগরীর একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অনেক গুণগ্রাহী ও অনেক আশেক–ভক্ত রেখে যান। গতকাল বুধবার বাদ এশা মাইজভাণ্ডার শরীফ শাহী ময়দানে নামাজ শেষে মাইজভাণ্ডারে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সভাপতি, শানে গাউসুল আজম মাইজভাণ্ডারী ফোরামের চেয়ারম্যান ছিলেন। তাঁর ইন্তেকালে ফটিকছড়িসহ সারা দেশে তাঁর ভক্ত অনুরক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সুপ্রিম পার্টি : ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। এক শোক বার্তায় তিনি বলেন, শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী ছিলেন মাইজভাণ্ডার দরবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ত্বরীকতের শিক্ষা ও আদর্শ প্রচারে তিনি আজীবন কাজ করে গেছেন।
দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিল : দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহ্ সুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) এবং ট্রাস্টের মেম্বার ট্রাস্টিগণ ডা. সৈয়দ দিদারুল মাইজভাণ্ডারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
আনজুমান ট্রাস্টের শোক প্রকাশ : হযরত শাহ্ সুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী ও আনজুমান ট্রাস্টের নির্বাহী সদস্য, শাহ্ সুফী আমানত খান (রহ.)-এর দরগাহ্ শরীফের মোতোয়াল্লী শাহ্জাদা এস. শরফুদ্দিন মুহাম্মদ শওকত আলী খান (শাহীন)-এর আম্মাজানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন, আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), ভাইস প্রেসিডেন্ট এ কিউ আই চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, আনজুমান ট্রাস্টের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটির সদস্যবৃন্দসহ ট্রাস্ট পরিচালিত সকল প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং পীরভাই–বোনগণ।
আরো যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন, মাইজভাণ্ডারীর হাদী মঞ্জিলের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মঈনুল কবির (মা.) মাইজভাণ্ডারী, নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ তানভীর হাদী মাইজভাণ্ডারী, সৈয়দ তাজবীর হাদী মাইজভাণ্ডারী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার পরিবার, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরী, চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.).
রাউজানের দরবারে আজিজিয়ার সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা সৈয়দ আবদুল্লাহ আল নোমান শাহ, শাহজাদা সৈয়দ নুরুল আনোয়ার শাহ, শাহজাদা সৈয়দ নুরুল হান্নান শাহ প্রমুখ।












