মাইজভাণ্ডার আহমদিয়া মঞ্জিলে ওরশের প্রস্তুতি সভা

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেমীন, জিম্মাদার আওলাদবৃন্দের ওরশ শরীফ সুপারভিশন কমিটির সাথে গত ৩০ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলা প্রশাসনের যৌথ প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দীন। আওলাদএ পাকের মধ্যে উপস্থিত ছিলেন শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী, সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী, সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী, সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী, সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী।

এসময় আরো উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জের পক্ষে ওসি (তদন্ত), উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, হাইওয়ে পুলিশ, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকতা, পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মকতা, বিভিন্ন পরিবহন, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় সমাজের সর্দার, আশেকান, আনজুমানমোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর বিভিন্ন শাখা, দায়রার খাদেমানবৃন্দ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ মহিউদ্দীন। শানে মোস্তফা শানে গাউছে আজম পরিবেশন করেন হাফেজ মোহাম্মদ রিদুয়ান। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন রওজা এ পাকের ইবাদত খানার পেশ ইমাম হাফেজ সৈয়দ এমরান হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট সৈয়দ আহসানুল আরাফাত রিয়াদ।

পূর্ববর্তী নিবন্ধসাপ্তাহিক চাটগাঁর সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধট্রেন চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ২৮ জানুয়ারি থেকে