মাইজভাণ্ডারে হযরত আলীর (রা.) আমলের কোরআন শরীফ প্রদর্শনী

| রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৪৮ পূর্বাহ্ণ

হযরত আলী (রা.) এর খেলাফত আমলের (৭ম শতাব্দী) পবিত্র কোরআন শরীফের অনুমোদিত প্রতিলিপি ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারের গাউছিয়া রহমান মঞ্জিলে শাহসুফি মাওলানা সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারী (ক.) হুজরায় প্রদর্শিত হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি প্রদর্শনী উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুসাইন মো. আবু তৈয়ব, ইউএনও সায়েদুল আরেফিন, শাহসুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ আমিনুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ শাহাদাৎ উদ্দিন মাইজভাণ্ডারী, সৈয়দ মাহতাবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ আফতাবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ তৌহিদুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ নজরুল হুদা মাইজভাণ্ডারী, সৈয়দ মুহাম্মদ নাফিছুর রহমান মাইজভাণ্ডারী, সৈয়দ নাজিম উদ্দিন মাইজভাণ্ডারী ও সৈয়দ মিফতাহুন নুর মাইজভাণ্ডারী। প্রসঙ্গত, গত বছরের ১৯ ডিসেম্বর ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী কোরআন শরীফটি বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারীকে উপহার দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘সাংস্কৃতিক উত্তরণের মধ্য দিয়েই স্বাধীনতা বিরোধীদের রুখতে হবে’
পরবর্তী নিবন্ধশাসক নয়, সেবক হিসেবে আমৃত্যু কাজ করতে চাই : ফজলে করিম