মাইজভাণ্ডারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

| বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

হযরত মওলানা শাহ সূফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এর পৃষ্ঠপোষকতায় ১০দিনব্যাপী মানব কল্যাণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের বার্ষিক সম্মেলন ও রক্তদাতা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মত এবারও মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া), ফটিকছড়ি উপজেলা কার্যকরী সংসদের উদ্যোগে এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুরুতে সচেতনতামূলক র‌্যালি মাইজভাণ্ডার দরবার প্রদক্ষিণ করে। মাইজভাণ্ডার শাহ এমদাদীয়া ময়দানে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)। এসময় সর্বোচ্চ রক্তদাতাদের আজীবন রক্তদাতা সম্মাননা, করোনাকালীন রক্তদাতাদের রক্তযোদ্ধা সম্মাননা ও সহযোগী সংগঠনসমূহকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটিতে হিউম্যান রিসোর্স বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধনগর তারা ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান