ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবারে সুফি দর্শন ও আধ্যাত্মিক শিক্ষার উপর ভিত্তি করে নির্মিত নাটক পাখিদের বিধান সভা’র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। নাটকটি পরিবেশনা করেন ঢাবি থিয়েটার ও পারফরমিং স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
পারস্যের প্রখ্যাত সুফি কবি ও দার্শনিক হযরত ফরিদউদ্দীন আত্তার (রহ.) রচিত ‘মানতিকুত তোয়ায়ের’ অবলম্বনে বহুমাত্রিক গবেষণার মাধ্যমে ‘পাখিদের বিধান সভা’ নাটকের রচয়িতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. শাহমান মইশান। নির্দেশনা দিয়েছেন ড. মো. আহমেদুল কবির, আলোক পরিকল্পনায় ছিলেন ধীমান চন্দ্র বর্মন, সঙ্গীত পরিচালনা করেছেন নাবেদ রহমান। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সৈয়দ এরহাম হোসাইন, চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ সাদী, ভারতের ড. শেখ মকবুল ইসলাম এবং চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুনমুন নেসা চৌধুরী, চবি সংগীত বিভাগের নাদিরা ইসলাম, মিশকাতুল মোমতাজ, কৌশিক আহমেদ এবং হিসাববিজ্ঞান বিভাগের মোহাম্মদ মুহিউদ্দিন, সিআইইউ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুল আচফিয়া, ড. শামসুদ্দীন শিশির, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জেলা সাংস্কৃতিক কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ। সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, সুফি দর্শন আমাদের নৈতিক উন্নতি ও আত্মিক প্রশান্তির শিক্ষা দেয়। এই নাটক দর্শকদের মানবিক মূল্যবোধ ও নৈতিকতার প্রতি গভীর অনুপ্রেরণা জোগাবে। প্রেস বিজ্ঞপ্তি।