মাইজভাণ্ডারে শিক্ষা উৎসব ও বিজ্ঞান অলিম্পিয়াড

৪৮৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

| মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:৩৪ পূর্বাহ্ণ

গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর ১১৭তম বার্ষিক ওরশ উপলক্ষে শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় শিক্ষা উৎসব, বিজ্ঞান প্রযুক্তি মেলা ও বিজ্ঞান বক্তৃতা এবং বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার মাইজভাণ্ডার দরবার শরীফের শাহ এমদাদীয়া ময়দানে অনুষ্ঠিত শিক্ষা উৎসবে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

সম্মানিত অতিথি ছিলেন ভারতের খানকায়ে মোনয়েমীর সাজ্জাদানশীন আল্লামা ড. শাহ সৈয়দ শামিমুদ্দীন মোনয়েমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ, অধ্যাপক ড. মো. আবু সায়েম, চবি অধ্যাপক ড. মুহাম্মদ মঈন উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহা. আবদুল্লাহ আল মাহমুদ, চবি অধ্যাপক ড. মুহাম্মদ শেখ সাদী, অধ্যাপক মুহাম্মদ ইকবাল সরওয়ার, অধ্যাপক নাসরিন আক্তার, অধ্যাপক ড. মুনমুন্নেসা চৌধুরী। অনুষ্ঠানে মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৪৮৪ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এতে চট্টগ্রামের ১৯টি বিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবন পরিদর্শন করেন।

বিজ্ঞান প্রযুক্তি মেলা ও বিজ্ঞান বক্তৃতা এবং বিজ্ঞান অলিম্পিয়াডে সহযোগিতা করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে মাইজভাণ্ডারী প্রকাশনী ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি-জামায়াত রাষ্ট্র মেরামতের নামে বিদেশি প্রভুদের সন্তুষ্ট করার চেষ্টা করছে
পরবর্তী নিবন্ধরঙিন ফুলকপির উপর মাঠ দিবস