মাইজভাণ্ডার দরবারের প্রতিষ্ঠাতা, গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর ঐতিহাসিক দ্বিশত জন্মবার্ষিকী ও ১২০তম ওরস শরীফ উপলক্ষে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় ও শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে গতকাল শুক্রবার সেমিনারে আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের কনসালটেন্ট (শিশু স্বাস্থ্য) ডা. মোহাম্মদ জয়নাল আবেদিন মুহুরী। তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত বা জেনেটিক রক্তের রোগ, যা শরীরে সুস্থ হিমোগ্লোবিন উৎপাদনে বাধা সৃষ্টি করে। এর ফলে আক্রান্ত রোগীদের তীব্র রক্তশূন্যতা দেখা দেয় এবং বেঁচে থাকার জন্য নিয়মিত রক্তসঞ্চালনের প্রয়োজন হয়। এই রোগের প্রকৃতি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সভাপতির বক্তব্যে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, বর্তমান সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী কেবল ধর্মীয় ও আধ্যাত্মিক দীক্ষাই দিচ্ছেন না, বরং তিনি সমাজ সংস্কারে এক অনন্য ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দরবারে আগত অসংখ্য ভক্ত ও আশেকান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












