মাইজভাণ্ডারে থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার ও শিক্ষা সমাবেশ

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)’র পৃষ্ঠপোষকতায় ও শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের উদ্যোগে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবারে থ্যালাসেমিয়া সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (.)’র সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার সেমিনারে আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (শিশু স্বাস্থ্য) ডা. মোহাম্মদ জয়নাল আবেদিন মুহুরী।

বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একই দিন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) ফটিকছড়ি উপজেলা কার্যকরী সংসদের আয়োজনে ও শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের ব্যবস্থাপনায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৭১ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম। এদিকে মাইজভাণ্ডারী এডুকেশন ট্রাস্টের আয়োজনে এবং গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)’র পৃষ্ঠপোষকতায় ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে দারুল ইরফান শিক্ষা পরিবার সমাবেশ অনুষ্ঠিত হয়। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (.)’র সভাপতিত্বে সমাবেশে মাইজভাণ্ডারী এডুকেশন ট্রাস্টের কর্মকর্তা ও এর অধীনে পরিচালিত প্রতিষ্ঠানসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল
পরবর্তী নিবন্ধশীতার্ত মানুষের পাশে বিভিন্ন সংগঠন