আসন্ন ঐতিহাসিক জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) এবং ২৯ আশ্বিন গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে ওরশ শরীফ ব্যবস্থাপনা কমিটি ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী এবং ঈদে মিলাদুন্নবী (দ.) প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে ৩০ আগস্ট এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সহ–সভাপতি, মোন্তাজেমীন ও সাজ্জাদানশীনে দরবার শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন মাইজভাণ্ডারীর সভাপতিত্বে সভার কার্যবিবরণী উপস্থাপন করেন সংগঠন সহ সভাপতি কাজী মুহাম্মদ জানে আলম বাবুল। শোকরানা বক্তব্য রাখেন– সংগঠনের মহাসচিব নাজমুল হাসান মাহমুদ শিমুল।
সংগঠনের সহকারী সচিব মুহাম্মদ হাসানের পরিচালনায় আলোচনায় অংশ নেন সহকারী সচিব মুহাম্মদ লালন ওসমান, মোস্তফা কায়সার মাহমুদ সুজন। সভাপতি তাঁর বক্তব্যে সকল আশেক ভক্ত জায়েরীনদেরকে বর্তমান সময়ে বন্যাকবলিত দুর্যোগপূর্ণ এলাকায় স্বস্ব সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অনুরোধের পাশাপাশি ধর্মীয় গাম্ভীর্যতা বজায় রাখার আহ্বান জানান। এসময় আসন্ন ২৩ সেপ্টেম্বর সোমবার জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলকে সফল ও স্বার্থক আহ্বান জানান।
সংগঠনের দারুত্তালীম মাওলানা মুহাম্মদ ওসমান গণীর মুনাজাত শেষ সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।