মাইজভাণ্ডারে আখেরি চাহার শোম্বা পালন

| বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:২৭ অপরাহ্ণ

মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.) এর ব্যবস্থাপনায় পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে খতমে কোরআন, খতমে বোখারী ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সা.) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে এই অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। রাসুল (সা.) এর ওপর আলোচনায় অংশ নেন আহলে সুন্নাত ওয়াল জামাত চেয়ারম্যান আল্লামা কাজী মোহাম্মদ মইনুদ্দিন আশরাফী।

আরো বক্তব্য দেন আল্লামা হোসাইন আহমদ ফারুকী, মুফতি ইব্রাহিম আল কাদেরী, আল্লামা মুফতি সৈয়দ অছিউর রহমান, আল্লামা মুহাম্মাদ সোলাইমান আনসারী, অধ্যক্ষ আব্দুল আলিম রিজভী, কারী সৈয়দ আবু তালেব, অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ হারুনর রশীদ, অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল নোমানী, অধ্যক্ষ বদিউল আলম রিজভী, মাওলানা মুফতি আব্দুর শুক্কুর আনসারী, অধ্যক্ষ মাওলানা মুফতি আহমদ হোসাইন আল কাদেরীসহ ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুফাসসির, মুহাদ্দিস, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ।

গাউছুল আজম মাইজভাণ্ডারীর আদর্শ ও ত্বরিকাবাহী ম্যাগাজিন ‘জ্ঞানের আলো’র ৪ জন নিয়মিত লেখককে সম্মাননা স্মারক ও উছুলে ছাবয়ার উত্তরীয় প্রদান করা হয়। এর মধ্যে ২ জনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা শাহ্‌ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বন্যার্তদের মাঝে অর্থ সহায়তা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ