আগামি ১০ মাঘ (২৪ জানুয়ারি) মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) ১১৮তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে প্রেমের তরী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (ম.) পৃষ্ঠপোষকতায় ও প্রেমের তরী সুফি সংগীতালয়ের উদ্যোগে শুক্রবার আয়োজিত হয় প্রেমের তরী পুনর্মিলনী। এছাড়া মাইজভাণ্ডারী সুফি সংগীতে অবদান রাখায় চারজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। নায়েব সাজ্জাদানশীন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শেখ সাদী। মাইজভাণ্ডারী সুফি সংগীতে অবদান রাখায় সম্মাননাপ্রাপ্তরা হলেন– এএমএম সোবাইর, আক্তার আজাদ, শিমুল শীল ও মুহাম্মদ আবচার হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।